সই



বদল হওয়া রাতের সাথে বদল ফুটপাথ
কবি তুমি ঘুমিয়ে কেন? ভয়েই কুপোকাৎ?
চালশে ধরা স্যারের সাথে ঊনিশ কুড়ির ভিড়
গিটার বুঝি বাজাবে এবার ভৈরবীর মিড়।
অনেক রাতে আঁধার হলে ধাঁধারা সব জাগে
পোড়া তেলের কচুরী আজ সমান ভাগে সাজে।
তবুও তুমি বলবে এবার অন্তে মিল কই?
উফ ধুর ছাই বোঝো না কিছুই পাতিয়ে নিলাম সই!

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি