৫ আগষ্ট

তোমার যখন কান্না পাবে জলের কাছে থেমো
তোমার যখন দুঃখ হবে নদীর ঘাটে নেমো।

তুমি যখন আঘাত পাবে
মুখটি বুঁজে শুয়ো
এপাড়েতে বৃষ্টি নামে
ও পারে ধান রুয়ো।

কেউ কি তোমায় বাসতো ভালো
নামটি তোমার ডেকে
আজ এই সকালে হারিয়ে গেছে
পথটি  গেছে বেঁকে।

আজকে বড় একলা তুমি
একলা শোনো ছেলে
ভালোবাসার দিব্যি তোমার
থাকুক তারা সুখে।

তাদের বাড়ি তাদের ঘর সোনায় ভরে উঠুক
তাদের মুখে ভালোবাসার সকল হাসি ফুটুক।

একলা ছেলে বলছি তোমায়
একলা তুমি থাকো
বুঝে শুনে এবার তুমি
বিশ্বাসে পা রাখো!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা গুলি