চৌঠা আগষ্ট
বয়স গিয়েছে বেড়ে দিনের পর দিন,
বয়স গিয়েছে বেড়ে মাসের পর মাস।
বয়স বেড়েছে মুখের রেখায়, রোদের পোড়ায়,
বয়স বেড়েছে বয়সের খাতে।
নতজানু হয়ে আসন পেতেছি আমি,
দুয়ার দিয়েছি খুলে
তথাগত তুমি এখোনো স্থবির
তথাগত তুমি কালঘুমে।
দুচোখ বেয়ে জলের ধারা
দুচোখ শুধু ঘুম উধাও
দুচোখ ভরে দেখবো তোমায়
দুচোখ আমার আয়ু নাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন