সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
ভুলে যাওয়াটা খুব সহজ আর ভুলে থাকাটা হয়তো আরো জল ভাত। কাউকে দেশান্তরিত করা হয়েছিলো....কাউকে গুম করে দেওয়া হয়েছে....বিশ্বাসঘাতকতা করা হয়েছে বারবার...তবুও প্রতিদিন সকালে নজর খবরের কাগজে.....তবুও ছাপার অক্ষরে কালীর বদলে রক্তের নিশানা। ঠিক এমনি করে যদি শুরু আর শেষ করা যেত আমাদের ইতিহাস। খেদোক্তি থাকতো না বড় একটা। গোটা পানিপথের জন্ম-বৃত্তান্ত আঁকা হয়েছিলো অনেক আগে। গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া ভারতীয় সংস্কৃতি কিনা সেটা বিচার করবেন যারা ভারতের ধর্ম, জাত-বিচার নিয়ে মাথা ঘামান এবং যারা ঘামান না বলে দাবী করেন দু পক্ষই। তাহলে এত সবের মধ্যে আমার ভূমিকাটা কি? স্রেফ ভুলে যাওয়া। ভুলে যাওয়া....ভুলতে থাকা...। আর এত সব ভোলার মাঝে বটি কাবাব আর তন্দুরের ফাঁক গলে দেওয়ালে যদি চোখ যায় তখন মনে পড়ে এই শহরেও লোকটা একদিন পথ হেঁটে ছিলো। আজাদ-হিন্দ ধাবার গায়ে এই ভর দুপুরে....এই অবেলায়......এম.এফ.হুসেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন