সহবাস

কাল সারাদিন কি আপনার মন খারাপ ছিলো? কিম্বা মন ছিলো পাল তোলা মেঘের মতো উড়ন্ত? কাল কি অনেকক্ষণ অটোর লাইনে দাঁড়িয়ে ছিলেন? কিম্বা বাড়ি ফিরতে বেশ দেরী হয়ে গিয়েছিলো? বিকেলের বৃষ্টি কি আপনার শোবার ঘরে ঢুকে আপনার বালিশ তোষক চাদর ভিজিয়ে দিয়েছিলো? কাল সারা রাত না ঘুম আসা মস্তিষ্কে কি বারবার ফিরে ফিরে এসেছে কোনো সুর? সত্যি কাল কি অনেকদিন পর আপনি ভোর হওয়া দেখলেন? পাখিরা ঘিরে থাকলো আপনাকে?উত্তর যা খুশি হতে পারে। কিম্বা নাও হতে পারে ঘটনার অন্তর্ঘাত। কিন্তু  এইসব চক্রব্যুহের মধ্যে দাঁড়িয়ে গতকাল সারা  দিন ধরে কোনো গান আপনি কি গুন গুন করেছেন? সারাদিন কোনো গান কি থেকে গেছে আপনার সঙ্গোপনে? বারবার ফিরে ফিরে এসেছে লাইন গুলো, সুর গুলো একের পর এক.....নিজেকে  প্রশস্ত করতে সাহায্য করেছে......মেলে ধরতে দিয়েছে আপনার ডানা?
মোট কথা আপনি কাল কি সহবাস করেছেন কোনো গানের সঙ্গে?
উত্তর আপনার মতো করে সাজিয়ে নেওয়ার পূর্ণ স্বাধীনতা থাকলো। আর থাকলো একরাশ শুভেচ্ছা। গান নিয়ে সহবাসের এক ব্রাহ্ম মুহূর্তে কাল সারা দিন সারা রাত আমাকে সঙ্গ দিলেন রবীন্দ্রনাথ।
কী বলি তোমাকে কবি এত যুগ পরে?
বন্ধু বলি কেমন?
 প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে     আরো আরো আরো দাও প্রাণ
           
তব ভুবনে তব ভবনে
মোরে     আরো আরো আরো দাও স্থান
           
আরো আলো       আরো আলো
এই        নয়নে প্রভু ঢালো
           
সুরে সুরে বাঁশি পুরে
তুমি      আরো আরো আরো দাও তান


            আরো বেদনা    আরো বেদনা
           
দাও মোরে আরো চেতনা
           
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে     করো ত্রাণ মোরে করো ত্রাণ
           
আরো প্রেমে    আরো প্রেমে
মোর      আমি ডুবে যাক নেমে

সুধাধারে আপনারে
তুমি      আরো আরো আরো করো দান

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি