033

033












সেলোফেনে মোড়া দিন গুলো চকচকে রঙীন।
সান্তিয়াগো সেটা জানে। কারণ সে এক বৃদ্ধ জেলে যার জালে নেই কোনো মাছ...সেই এক চেনা গল্প।
তাহলে অচেনাটা কী?
অচেনা হল সারাক্ষণ ছটফটানি...বিষম... বিমর্ষ...সারাদেহে...শরীরে...ঘুম না আসা রাতে...কষ্ট পাওয়া...কষ্ট দেওয়া...না বুঝে কিম্বা জেনে শুনে...
এটাই তো একটা সময়...
যে সময়ে ভর করে আছে আমার শহর...যে শহর আমার লঞ্চপ্যাড।
যে শহরের মাথায় বৃষ্টি নামে যখন বে অফ বেঙ্গল থাকে ডিপ্রেসড।
এই শহরেই একটা ছেলে ছাতা মাথায় ঘোরে
কারণ আবহাওয়া আনপ্রেডিকটেবল...।
কোনো এক বাবা তার ছেলেকে চ্যাটার্জী ইন্টারন্যাশানালের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাবে বলে পালিয়ে যায়...
আর ফেরেনা।
এই শহরেই মদের মধ্যে পোকা...
এই শহরেই বনধ...
আর
এই শহরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে জল।
 
তবু
কোনো একটা গান...কোনো একটা সুর...ছুটিয়ে আনছে কাউকে...
ঢুকে পড়ছে...গ্রাস করছে...গিলছে গোটা শহর রাজধানী থেকে আসা মেয়েটাকে...
ছড়িয়ে ছিটিয়ে থাকছে ফ্লুরিজ...চীনে রেস্টুরেন্ট...গড়ের মাঠ...রাতের পার্কস্ট্রীট...চিলেকোঠার ঘর...ঠাম্মার আদর...ভুলে যাওয়া কিম্বা ফিরে পাওয়া প্রেম...
থাকছে ঠিকানাবিহীন একটা  বাড়ি...
আর থাকছে টুকরো টুকরো ভাঙা-গড়া সম্পর্কের একটা নিছক লম্বা ফোন...
গুটি কয়েক গান...
জ্যান্ত উদ্দাম এক শহর...
আলবিরুনি...বামিয়ানের বুদ্ধ...ভাইবোনের প্রেম...
বাবার ছেড়ে চলে যাওয়া...
মিউজিক ভিডিও...।

 
তাহলে জিরো থ্রি থ্রি কি?
কতক গুলো সংখ্যা...
কতকগুলো অস্থিরতা...
কতকগুলো সম্পর্ক...
মনকেমন করা...
একগুচ্ছ তরুণের স্বপ্ন...
কতক গুলো ইচ্ছা পূরণের ঠিকানা।
অনেক শুভেচ্ছা দেবালয়...
অনেক শুভেচ্ছা বিরসা...
033 উপহার দেওয়ার জন্য।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি