বৃষ্টি নামে...
বৃষ্টি নামে...
দু-দিকে প্রশস্ত করে দিই দু-হাত...মাথা তুলি অনন্তের দিকে
কালো মেঘ ছেয়ে থাকে দিগন্ত
কয়েক পশলা বৃষ্টি নামে চোখে।
ভেবে থাকা ভার মনে হয়...
জিইয়ে রাখি জলের নীচে
যেমন করে বাঁচতে থাকে মাছ
ফিরতি পথে আঁজলা দিই চোখে।
নোঙর ফেলার সময় এখন সবে...
রঙের ছোঁওয়ায় ফিরতে থাকে প্রাণ
ধূসর কবি ঘ্রানের আকর নিতে
লিখতে থাকে আর এক উপহাস।
থই থই জল সইতে এসে...
শিব ঠাকুর আর তিন কন্যের সাথে
ভাসিয়ে দিলাম অপার অনুরাগ
কয়েক পশলা বৃষ্টি নামে চোখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন