পঁচিশে বৈশাখ
পঁচিশে বৈশাখ
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো।
সকল মাধুরী লুকায়ে যায়,
গীতসুধারসে এসো।
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
হৃদয়প্রান্তে হে নীরব নাথ,
আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া, হে উদার নাথ,
রাজ-সমারোহে এসো।
বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়
ওহে পবিত্র, ওহে অনিদ্র,
মনে হচ্ছিল কিছু লিখি। কিন্তু কি লিখবো? লিখতে গেলেই বার বার চোখের সামনে ভেসে উঠছে...মনকে স্পর্শ করছে যে কবিতাটা...সেটাই দিলাম। গীতাঞ্জলীর এই সুপ্ত বাসনা আজ সবার মাঝে ছড়িয়ে পড়ুক...বিশ্বকবির জন্মদিনে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে?
ব্লগে গিয়েও পড়তে পারলেন না জেনে খারাপ লেগেছে। আমি পরে নানান ভাবে পরীক্ষা করলাম, কোনো সমস্যা খুঁজে পাইনি।
উত্তরমুছুনএই ফন্টটা ইন্সস্টল করে দেখতে পারেন।
http://arup.kamal.googlepages.com/BNG.ttf