রাত জাগা
কে জানতো?
কেউ ভাবেনি আগে।
এই এক রত্তি
ছেলে মেয়ে গুলো
এমনো রাত
জাগে?
কত কিছু আছে
ফেসবুক-চ্যাট,
নিদেনপক্ষে
হোয়াটস-আপ
সব ভুলে
থাক...!
কত দিয়েছি
খেলা তোদের ভিডিও গেম...
তাই বলে রাত
জাগবি?
শেম...শেম...।
পুজোর সময়
কোথায় করবি ঘোরা ঘুরি
বিজয়ার নাড়ু,
নিমকি, একটু কোলাকুলি।
সেসব এখন
ধাতে সয় না তোদের
বলবি এমন
দুষ্টু ভিসি
সব দোষ
মোদের।
ছাত্র তোরা,
দেশের ভবিষ্যৎ,
সঙ্গে থাক,পাশে
থাক, তোরা থাক সৎ।
যা বলবো, যা
করবো, হ্যাঁ মেলাবি সবে
বলতো এমন খালি
পেটে, ঠায় বসে
রাত জাগবি
তবে?
আহা কী
হয়েছে? পুলিশ দিয়েছে মার?
বড্ড তোরা
ছেলেমানুষ মহা বেড়েছিস
বাড়।
আমিও এমন কত
লিখি, কত বলি
উলটে দেখিসনে
মোটে।
আমারও এমন
মন্দ কপাল,
আমার
ভাগ্যেই জোটে।
সভাকবি,
শিল্পপতি কত ছবি করিয়ে
সবাই আমার
স্তব করে-
নাম জড়িয়ে
জড়িয়ে।
সেই নামে
কালি ছেটাস
হুমকি দিস
রাস্তায়
এবার আমি
দেখবো তবে
কে আসে-কে
বাঁচায়!
তবুও তোদের
বলছি আমি
গোপন কথা
কানে কানে
সত্যি আমি
ভয় পেয়েছি
তোদের এমন
প্রশ্নবানে।
ছবি সৌজন্য- হোককলরব
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন