ভয়



কারা চেয়েছিল পরিবর্তন?
কারা চেয়েছিল সুখ?
শুকনো মাটি এখোনো তাকিয়ে
খালি পেটে শুধু ভুখ।
কারা ধরেছিল তেরঙা নিশান
কারা বুনেছিল ধান!
কারা বলেছিল রক্ত নেশায়
সিঙুর আমার প্রাণ।
কারা দেখেছিল নতুন স্বপ্ন
দামাল মায়ের রূপ
কবি-ঠাকুর-বুদ্ধিজীবি
সবাই এখন চুপ।
টাকা খেলছে টাকা ফাটছে
ফাটকা নেশার জ্বালা
নতুন করে ঝুললো আবার
লক-আউটের তালা।
এটা ভাঙি ওটা ভাঙি
ভেঙেই মনের সুখ।
বাংলার মা লুকোবে কোথায়
পাঁজর ভরা দুখ?
চৌত্রিশটা বছর শেষে
নতুন বছর এলো
পাশে থাকা মুখ গুলোসব
ওলোট পালোট হলো।
এতোটা পড়ে কষ্ট করে
চিন্তা যদি হয়,
মনের কোনে লুকিয়ে রাখো
বেঁচে থাকার ভয়!

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি