অপেক্ষায়...
কোথাও বন্ধ হয়েছে কথা ভেবে
জোনাকিরা আলো জ্বালালো।
কোথাও নিবিড় নিস্তব্ধতায়
কোথাও নিবিড় নিস্তব্ধতায়
দুটি চরিত্র মুখোমুখি...।
কোথাও কবেকার অন্ধকার বিদিশার নিশা
এসে বললো ‘জাগতে রহো’...।
আমি তখন একা নৌকার যাত্রী।
আমার পাল গেছে ছিঁড়ে....
আমার দাঁড় গেছে ভেঙে....
দুদিক চরায় তরী আমার একা।
আর ঠিক তখনি কোথা থেকে
ভোরের নরম আলো
আমার রাতজাগা চোখ ছুঁয়ে বললো
“যে গেছে সে আসবে ফিরে....
অপেক্ষা করো...অপেক্ষা করো।”
ছবি সৌজন্য
তয়না
অনেকদিন বাদে আপনার লেখা পড়ে খুব ভাল লাগলো। মনে হল এযেন "একাকীত্বের আনন্দ" । "বিরহ বড় ভাল লাগে"। ছবি-টাও যথাযথ।
উত্তরমুছুন