সেই অরুণ আলোর...

সেই অরুণ আলোর...



ছোট্টবেলায় অনেক রাতে ঘুম ঘুম চোখে মায়ের পাশে জেগে থাকা প্রতীক্ষা কখন সন্ধি পুজো হবে কখন শত পদ্ম বিকশিত হবে...বেজে উঠবে ঢাক এ যেন এক পরম পবিত্র ক্ষণ...যার জন্য সারা বছরের প্রস্তুতি
টানা টানা চোখ... বাসন্তী রঙ...তবেই না সেই সনাতনী মূর্তি...তবেই না রাত দুপুরে শান্ত স্নিগ্ধ মাকে চামুন্ডা রুপে পুজো...তবেই না শত প্রদীপ প্রজ্জ্বলিত...
এই অরুণ আলোর স্পর্শ পাওয়ার জন্য সারাদিন নির্জলা উপোষ...রাত দুপুরে ধ্যান মগ্ন পরিবেশে মন্ত্র উচ্চারণ...দুষ্টের দমন আর শিষ্টের পালনে তাঁর আবির্ভাব
তিনি আমাদের মা...শক্তি রূপেণ সংস্থিতা...সেই শত পুষ্পের অর্ঘ্য...যেন আমাদের জীবন পূর্ণতা পাওয়ার সন্ধিক্ষণ...
এই একশো আট পদ্ম...এই উপবাস...এই আনন্দঘন রাত্রি যাপন... সব সেই শক্তির উদ্দেশ্যে...সেই আলোর উদ্দেশ্যে...যে অরুণ আলো আমাদের উপাস্য

ভালো থাকুন...শারদীয় উতসব আপনার জীবনে আনুক খুশির ছোঁওয়া...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় লেখা গুলি