মামার বাড়ির Album

মামার বাড়ির Album

সাত বছর পরে সেই চেনা গন্ধ...সবুজের ছোঁওয়া এসে লাগে চোখে মুখে।


গরমের ছুটির দিকে তাকিয়ে এই দরজায় অপেক্ষা করার মতো আর কেউ নেই...


কলাপাতায় দোলায় চামর...

দিদা নেই কিন্তু পাতকো তলার কাঁঠাল গাছটা ঠিক সেই রকমই আছে...


সিঁড়ির জানলা...যেখানে দিনের বেলাতেও নেমে আসে রাতের আঁধার...নেমে আসে রূপকথা আজও...


পুকুর পাড়ের লতার আম...


কোনো এক ভুলে যাওয়া মুহূর্ত...

ঘোরানো সিঁড়ি...


কাঠচাঁপা...


যে জানলায় নেমে আসতো উড়ন্ত কচ্ছপেরা...


লিচুর বোল...


কিছু পুরনো মুখ...যাঁরা এখনো আছেন...কাছে ডাকেন...আদর করে খাওয়ান...দিদার বন্ধু...আমার আর এক দিদা।


পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার আড়বেলিয়া গ্রামের এই বাড়িতে আজ বছর কুড়ি কেউ থাকেন না।


কেউ না থাকলে কি হবে...অশোক গাছটা এখনো ফুল ফোটায়...আর কোথা থেকে বাসন্তী পুজোর গন্ধটা হঠাত নাকে এসে লাগে...দিদার মুখটা মনে পড়ে যায়।









মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি