সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান
ইচ্ছাপূরণ(Ichchhapuron)
ইচ্ছাপূরণ(Ichchhapuron)একটা Docu-fiction। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রযোজনায়(Department of Information & Cultural Affairs,Govt. of West Bengal)এবং রূপকলা কেন্দ্রের(Roopkala Kendro)ব্যবস্থাপনায় এই ছবিটি নির্মিত হয়েছিলো।
ছবিটির বিষয় জনশিক্ষা ও সার্বিক সাক্ষরতা। ছবিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রদর্শিত হয়েছে। ছবিটি দেখানো হয়েছিলো 6th International Social Communication Cinema Conference,2007 । শিউলি আর তার বন্ধু রহিমের উদ্যোগে গ্রামের সবাই কিভাবে পড়াশুনো শুরু করলো, নতুন স্কুলবাড়ি তৈরী করলো তারই এক প্রাণবন্ত চিত্ররূপ।
এবারের 8th International Social Communication Cinema Conference,2009 ছবিটি আবার দেখানো হবে নন্দন প্রেক্ষাগৃহে। ১৭ফেব্রুয়ারী দুপুর১টা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন