লাল ফুলের ছবি



একটা কেউ লাল ফুলের ছবি তুলে দিলি না? শহরময় ছড়িয়ে গেছে যে ফুলে। বন্ধু বলেছিল। আমার ফোনে। ইনবক্সে। কোথাও তন্ন তন্ন করে পেলাম না। লাল ফুল নেই। অথচ এই তো কয়েকদিন ধরে পথে চলার পাশে। রাস্তার মোড়ে। একটু দূরে ওটা কি লাল রঙ? ওটা কি আবির? হাওয়ায় উড়ছে? গোটা বি টি রোড বন্ধ করে নাকি আবির উৎসব? একটা লাল ফুলের ছবি তুলতে চাইছি। আমার বন্ধু বলছে গোটা শহর নাকি ছেয়ে আছে লাল ফুলে। সকাল বেলা আরেক বন্ধুকে ফোন করলে তার গলা জড়ানো। তার ফেসবুকের স্ট্যাটাস বলছে ঠিক আজকের দিনে বহরমপুর জেলে তরতাজা ছেলে গুলোকে তাড়িয়ে নিয়ে মেরেছিল সত্তরের পুলিশ। আমার বন্ধু তখন সেই জেলে। এখনও কান বন্ধ করলে বন্ধু পাগলা ঘন্টির শব্দ শুনতে পায়। আসলে বিশ্বাস করুন একটা লাল ফুলের ছবি তুলতে চাইছি যে ছবিটা পোস্ট করলে বেশ বোঝা যাবে শহরে বসন্ত। বেশ বোঝা যাবে সিরিয়ার বাচ্চাদের রঙের সাথে মিশে গেছে। বেশ বোঝা যাবে লাইকের বন্যা আমার স্ট্যাটাসে। আর কোথাও রাত দুপুরে এক বন্ধু বাধ্য করবে কবিতার মুহূর্ত খুঁজে বের করতে। এতো রাতে আবার ফিরে যেতে। হ্যাঁ...ওই লাল রঙটার কাছে। যেখানে বসন্তের ইঙ্গিত আছে। আর আছে স্পর্ধায় লেখার মতো কয়েকটা লাইন।

আমারই বুক থেকে ঝলক
পলাশ ছুটেছিল সেদিন


লোকেরও লাগছিল ভালো
লোকের ভালো লাগছিল


লোকে কি জেনেছিল সেদিন
এখনও বাকি আছে আর কে?


আসলে ভেবেছিল সবই
উদাস প্রকৃতির ছবি।


তবু তো দেখো আজও ঝরি
কিছু-না থেকে কিছু ছেলে


তোমারই সেন্ট্রাল জেলে,
তোমারই কার্জন পার্কে।
(শঙ্খ ঘোষ)




ছবিঃ গুগুল ইমেজ। 
কবিতার মুহূর্ত। শঙ্খ ঘোষ।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি