বাড়ি ফেরা





কি ভয়ঙ্কর মুশকিলে ফেলেছে বলুন তো।
প্রথমে কাজ চায়।
যত বলি কাজ নেই।
তারপর খেতে চায়।
আচ্ছা এটা কি মগের মুল্লুক?
যে খাবো বললেই খাওয়া যায়?
তারপর বলে বাড়ি যাবো।
আহ বেয়াদপ কোথাকার।
শিক্ষাটুকু নেই পেটে।
তোরা হাঁচলে কাশলে রোগ ছড়াবে না?
ও হরি!
তারপর কি করেছে শুনুন।
হেঁটেই নাকি পৌঁছে যাবে দেশে।
তা হাঁটবি হাঁট না।
মরতে গেলি শেষে?
কান্ডজ্ঞান নেই কি কিছু তোদের?
ওকি বসলি যে বড়,
এখন আবার ট্রেনের টিকিট চাস?
জানিস না বকেয়া ঋণ মুকুব করেছে বাবা।
পকেটে নয়া পয়সাটুকু নাই।
কি বললি?
বালের দেশে থাকি?
হচ্ছে দাঁড়া গণধোলাই তোদের।
বোতাম টিপে ভোটটা নেবো যখন
কোথায় থাকিস বুঝিয়ে দেব তখন।
রাম কে নাম সত্য হলে পরে
মাথার ওপর হেলিকাপ্টার পুষ্প বৃষ্টি করে।
বাড়ি ফিরেও আরও করুণ দশা
ডেথ সার্টিফিকেটে লেখা থাকে মরার কারণ 'মশা'
তাই তো বলি যেখানে আছিস সেখানে থেকে যা।
ভদ্দর লোকের এক কথা বাইরে বেরোবি না।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা গুলি